প্রিয় পাঠক কেমন আছেন আশা করি ভাল আছেন তোমাদের দোয়া ও ভালবাসায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বলে আমি মনে করি আজকের আলোচনার বিষয়টি হলো উপায় একাউন্ট খোলার নিয়ম? বিস্তারিত যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই লক্ষ্য করুন।
উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম?
প্রথমে আমাদের জানতে হবে upay Account কি এবং কিভাবে তৈরি করতে হয় এটির মাধ্যমে আমরা কি কি সুবিধা গুলো পেতে পারি উপায় একাউন্ট হল মূলত ইউএসবি ব্যাংক এর প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি মোবাইলের ব্যাংকিং করতে পারবেন যেমন বিকাশ রকেট নগদ এছাড়া যত মোবাইল ব্যাংকিং রয়েছে এ ধরনের সার্ভিসগুলো আপনি ইউএসবি ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন।
উপায় অ্যাপ | উপায় app
এখন আমরা জানবো কি ভাবে উপায় অ্যাপস ডাউনলোড করব আপনি এটি খুব সহজেই করে নিতে পারবেন গুগল প্লে স্টোর এ প্রবেশ করতে হবে এরপর আপনি উপায় অ্যাপ্লিকেশনস করুন সর্বপ্রথম যে অ্যাপসটি পেয়ে যাবে সেটি ইনস্টল বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
উপায় app দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম?
১. প্রথমে আপনাকে উপায় অ্যাপস টি ওপেন করতে হবে।
২. এরপর দুটি বাটন দেখতে পাবেন একটি হলো লগইন আরেকটি হলো রেজিস্ট্রেশন USB bank mobile banking account তৈরি করার জন্য রেজিস্ট্রেশন বাটন এ আপনাকে ক্লিক করে দিতে হবে।
৩. উপায় একাউন্টের মোবাইল নাম্বার টি দিতে হবে আপনি যে মোবাইল নাম্বার টি ব্যবহার করেন সেটি।
৪. এরপর আপনার মোবাইলে উপায় কোম্পানি থেকে একটি ইউএসবি ব্যাংক থেকে ওটিপি কোড দেওয়া হবে সেটি অটোমেটিক কানেক্টেড করে নিবে যদি আপনার মোবাইলে সিমটা লাগানো থাকে।
৫. এরপর আপনার ভোটার আইডি কার্ডের প্রথম এবং পিছনের দুইটি হট ছবি তুলে জমা দিতে হবে।
৬. এরপর আপনাকে একটি ছবি তুলে সাবমিট করতে হবে।
৭. উপায় একাউন্টের পাসওয়ার্ড সেটআপ করতে হবে।
উপায় একাউন্ট দেখার নিয়ম? | কিভাবে উপায় একাউন্ট চেক করব?
*267# এই কোড ডায়াল করার পর আপনি বিকাশের মধ্যে যে রকম একটি মেনু দেখতে পান ঠিক তেমনি আপনি upay অ্যাকাউন্ট এর মধ্যে দেখতে পাবেন এখান থেকে আপনি যেটি দেখতে চান ব্যালেন্স কিংবা মোবাইল রিচার্জ বাজার সব গুলো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন বিকাশ কিংবা রকেট এর মতো।
উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস? উপায় মোবাইল ব্যাংকিং?
প্রিয় পাঠক আমি যে নিয়ম অনুযায়ী আপনাকে দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনি উপায় অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে 50 টাকা বোনাস সহ পেয়ে যাবেন।
উপায় একাউন্ট রেফার বোনাস কত?
তার জন্য আপনাকে উপায় একাউন্টের যে রেফার লিংক রয়েছে এটির মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে মূলত আপনি বোনাস পাবেন 50 টাকা উপায় অ্যাপস থেকে।
উপায় হেল্পলাইন নম্বর | upay customer care number
USB Mobile Banking upay নিয়ে যদি আপনি কোন সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে উপায় কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করবেন এই নিয়মটি আমি এখন দেখিয়ে দেবো ১৬২৬৮ প্রথমে আপনাকে এই সংখ্যাটি আপনার ডায়াল অপশনে গিয়ে তুলতে হবে এরপর কল বাটন এ ক্লিক করবেন আপনি কাস্টমার কেয়ারের সাথে এভাবে খুব সহজে কথা বলে নিতে পারবেন এবং আপনার সমস্যাটি বললে সমাধান করে নিতে পারবেন।
উপায় লাইভ চ্যাট কিভাবে করবো? | upay live chat
আপনি যদি সরাসরি লাইভ চ্যাট করতে চাই কিভাবে করবেন আমি নিয়মটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি একটি লিংক দেখতে পাচ্ছেন এটি কপি করে আপনার ব্রাউজারে ওপেন করুন এরপর আপনি একটি মেনু দেখতে পাবেন এখানে আপনার নাম এবং ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিয়ে সাবমিট কিংবা সেন্ড বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি উভয়ের সাথে upay লাইভ চ্যাটে কথা বলতে পারবেন।
Just NowDecember 5, 2021 @ 10:46 am