পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ০২ টি পদে মোট ২৫৯ জনকে নিয়োগ দিবে পিজিসিবি।
২৫৯ জনের মধ্যে ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে সহকারি প্রকৌশলী হিসাবে এবং বাকি ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে উপসহকারি প্রকৌশলী হিসাবে।
যোগ্যতা অনুযায়ী উক্তপদ গুলোতে যে কেউ আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় ৭ই মার্চ 2023 ইং তারিখ ।
পদের নাম: সহকারি প্রকৌশলী
প্রতিষ্ঠানের নাম: পিজিসিবি(পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড)
পদ সংখ্যা: ৫৯ জন ।
গ্রেড: ৭
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার বিভাগ থেকে স্নাতক।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস: ৪৮ জন
সিভিল: ০৫ জন
মেকানিক্যাল:০৪ জন
কম্পিউটার: ০২ জন
বেতন: ৫০,০০০
আবদনের শেষ সময়: ৭ই মার্চ 2023 ইং তারিখ ।
বয়স: 2023 ইং তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে তবে মুক্তযোদ্ধা বা বিশেষ ক্ষেত্রে ৩২ বছর ।
পদের নাম: উপ-সহকারি প্রকৌশলী
প্রতিষ্ঠানের নাম: পিজিসিবি(পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড)
পদ সংখ্যা: ২০০ জন
গ্রেড: ৮
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের কারিগরি শিক্ষবোর্ড কর্তৃক যে কোন পলিটেকনিক ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার বিভাগ হতে ডিপ্লোমা ।
- ইলেকট্রিক্যাল: ১৫০ জন
- ইলেকট্রনিকস: ১৪ জন
- সিভিল: ১৬ জন
- মেকানিক্যাল: ১২ জন
- কম্পিউটার: ০৪ জন
- পাওয়ার: ০৪ জন
- বেতন: ৩৫,০০০
আবদনের শেষ সময়: ৭ই মার্চ 2023 ইং তারিখ ।
বয়স: 2023 ইং তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে তবে মুক্তযোদ্ধা বা বিশেষ ক্ষেত্রে ৩২ বছর ।
আবদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগন (http://pgcb.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ৭ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন।
এইমাত্র পাওয়া ২৫০ টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইন চাকরি কিংবা করে বসে থাকি যদি আপনি করতে চান এবং এ ধরনের নিউজ যদি আপনি দেখতে চান তাহলে নিচে যে বাটন যুক্ত করা হয়েছে এখানে ক্লিক করে দেখুন কারণ এখানে রয়েছে বিভিন্ন রকম চাকরির সংবাদ।
PGCB Job Circular 2023
পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 নিত্যনতুন আপনি যদি চাকরির খবর সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকুন কারণ নিয়মিত আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম চাকরির খবর প্রকাশ করা হয়।
Just NowDecember 3, 2021 @ 4:29 am