প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুবই ভালো আছি তোমাদের মাঝে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে যাচ্ছে আজকের মূল আলোচনার বিষয়টি হচ্ছে বিকাশ একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত বিষয়গুলো জানতে অবশ্যই তোমাকে একদম শেষ পর্যন্ত লক্ষ্য করতে হবে।
নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল
ইতিমধ্যে আপনারা জানেন যে বিকাশ অ্যাপ খোলা একেবারে সহজ তবে আপনি বিকাশ অ্যাপ দিয়ে তৈরি করবেন এখান থেকে যদি কোনো ধরনের বাস না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিরকম হয় তাই আপনি বোনাস সহকারে কিভাবে বিকাশ একাউন্ট তৈরি করবেন এই বিষয়টি আজকে তোমাদের মাঝে শেয়ার করব।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
step-by-step দেখানো হচ্ছে যে কিভাবে একটি বিকাশ একাউন্ট তৈরি করতে হয় এই বিষয়টি আপনি ভালভাবে লক্ষ করলেই খুব সহজেই বিকাশ একাউন্ট তৈরি করিয়ে নিতে পারবেন ঘরে বসে।
ঘরে বসে নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে হলে প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম | open Bkash account
1 :বিকাশ অ্যাপ ওপেন করে “লগ ইন/রেজিষ্ট্রেশন” বাটনে ক্লিক করুন
2 : লগ ইন/রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করার পরে যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান, সে নাম্বারটি প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ।।
3: এরপর আপনার মোবাইল নাম্বারটির অপারেটর সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন
4 : এরপর আপনার মোবাইল নাম্বারটি যাচাই করতে আপনি যে নাম্বার দিয়েছেন সে নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে।
এখানে বলে রাখা ভালো যে, যে ফোনে বিকাশ খুলছেন সে ফোনেই সিমটি অ্যাক্টিভ থাকতে হবে।।
অন্যথায় ওটিপি কোড টি আপনি পাবেন না।।
ওটিপি কোড এর মেসেজ আসার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোডটি বিকাশ অ্যাপ গ্রহণ করে নিবে।
কোড চলে আসলে “কনফার্ম করুন” এ ক্লিক করুন।।
5 : এরপর জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড এর উপরের পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করে “সাবমিট করুন” এ ক্লিক করুন।।
এরপর অপর পৃষ্ঠার ছবি তুলে আবার “সাবমিট করুন” এ ক্লিক করুন
6 : এরপর সাবমিটকৃত এনআইডি কার্ডে যার ছবি আছে তাকে ফোনে একটি সেল্ফি তুলতে হবে যা দ্বারা আইডেন্টিটি ভেরিফিকেশন হবে
চেহারার ছবি তুলে সাবমিট দিলেই বিকাশ একাউন্ট খুলে যাবে।।
এভাবেই খুব সহজে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলতে পারেন।।
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
হ্যাঁ আপনি অবশ্যই বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করতে পারেন তবে এখানে তাকে প্রথমে ডায়াল করতে হবে *২৪৭# এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য এবং একটি পিন কোড সেটআপ করে খুব সহজে বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করতে পারবে তবে এতে কোন প্রকার বোনাস তুমি পাবে না।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম? | সাথে ১০০ টাকা বোনাস
উপরের বিষয়গুলো যদি তুমি মনোযোগ সহকারে লক্ষ্য করে থাকো তাহলে খুব সহজে বিকাশ একাউন্ট খুললে 100 টাকা ফ্রিতে নিতে পারবে এছাড়া তুমি যদি বিকাশ একাউন্ট সম্পর্কে অন্যান্য তথ্য গুলো জানতে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন কারণ আমার মা নিয়মিত এ ধরনের টিপস এন্ড ট্রিকস গুলো তোমাদের মাঝে শেয়ার করা থাক এই আজকে এতোটুকুই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Just NowDecember 10, 2021 @ 7:28 pm
2 Comments
Pingback: বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম | বিকাশ এজেন্ট ব্যবসা | Bkash
Pingback: বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | ট্রেনের টিকিট অনলাইন | ট্রেনের টিকিট মূল্য