বিকাশ পিন লক হলে করণীয়? [bkash pin reset & lock]

0
বিকাশ পিন লক

বিকাশ পিন লক

প্রিয় পাঠক কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়া ও ভালবাসায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের মূল আলোচনার বিষয়টি হলো বিকাশ পিন লক কিভাবে তার সমাধান করবেন বিস্তারিত জানতে অবশ্যই একদম শেষ পর্যন্ত লক্ষ্য করুন।

বিকাশ পিন লক হলে করণীয় | বিকাশের পিন ভুলে গেলে

আমরা যারা বিকাশ ব্যবহার করি মাঝেমধ্যে আমাদের বিকাশ এর যে পাসওয়ার্ডটা রয়েছে এটি আমাদের মনে থাকে কিংবা ভুলবশত আমাদের পাসওয়ার্ড ভুল হয়ে যায় সে ক্ষেত্রে আমাদের বিকাশ একাউন্ট লক হয়ে যায় কিন্তু আপনারা যারা বিকাশ একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য কিভাবে রিসেট করতে হয় বিস্তারিত তথ্য গুলো খুব সহজে আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে জেনে নিতে পারবেন জানতে।

বিকাশ পিন লক হয়ে গেলে কি করবো | বিকাশের পিন ভুলে গেলে করণীয়

আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট নাহলে থাকেন সেক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোনের যদি আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা থাকে সেকত্রে তাদের ইনফরমেশন গুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে বিকাশের পিন রিসেট করার জন্য।

বিকাশ পিন রিসেট করার নিয়ম | বিকাশ পিন সেট করার নিয়ম

প্রিয় পাঠক এখন আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আপনি বিকাশের পাসওয়ার্ড রিসেট করবেন এবং সেটআপ করবেন বিস্তারিত তথ্য গুলো নিয়ে সুন্দরভাবে নিচের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে জানতে দেখুন।

১. *২৪৭# ডায়াল করুন।

২. ৯ নাম্বার অপশনটিতে ক্লিক করুন।

৩. আপনি যে আইডি দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন যেমন ন্যাশনাল আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এর কোড দিতে হবে।

৪. এরপর আপনার যে আইডি দিয়ে বিকাশ একাউন্ট করা হয়েছে ঐ লোকের লাস্ট ৪ টি জন্মতারিখের সংখ্যা দিতে হবে।

৫. বিকাশ একাউন্ট দিয়ে আপনি সর্বোচ্চ লেনদেন করছেন তা আপনাকে উল্লেখ করতে হবে।

৬. বিকাশ অফিস থেকে আপনাকে একটি ম্যাসেজ দিবে এবং ওখানে কি টেম্পোরারি কোড দেব।

৭. আপনি ঐ পেন দিয়ে বিকাশ একাউন্ট লগইন করুন এরপর বিকাশ এর পিন আপনার মত করে সেটাপ করুন।

How to Reset bkash pin | বিকাশ পিন নিজেই রিসেট করে নিন

প্রিয় পাঠক আমি উপরে যে নিয়মগুলো তোমাদের মাঝে শেয়ার করেছি কিভাবে করে তুমি খুব সহজে বিকাশ একাউন্টের পিন হারিয়ে গেলে কিংবা ভুলে গেলে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন এবং এটির সমাধান করার জন্য এই নিয়ম টি আপনার জন্য এভাবে করতে হবে।

এছাড়া আপনি যদি বিকাশ থেকে শুরু করে নিত্যনতুন বিষয়গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন আমাদের সাথে কানেক্টেড থাকুন যদি আপনার বিষয়টি ভালোভাবে বুঝতে সমস্যা হয় সেটাতে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাকে সরাসরি ফোন দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

About Author

Review বিকাশ পিন লক হলে করণীয়? [bkash pin reset & lock].

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: