প্রিয় পাঠক কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়ায় আমিও ভাল আছি আমি তোমাদের মাঝে আজকে দেখাব কিভাবে তুমি বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম / Bkash Priyo Number Setup সম্পর্কে বিস্তারিত যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত লক্ষ করুন।
Bkash Priyo Number Setup | বিকাশ প্রিয় নাম্বার সেটআপ
আপনারা যারা একদম ফ্রিতে বিকাশ থেকে সেন্ড মানি করতে চান তাদের জন্য প্রিয় নাম্বার কিভাবে সেট করতে হয় এই বিষয়টি আমি দেখিয়ে দেবো যাতে আপনার সেন্ড মানি একদম ফ্রিতে করতে পারেন কোন ধরনের চার্জ ছাড়াই।
বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার করার উপায়! বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
১. আপনি যদি বিকাশে প্রিয় নাম্বার সেটআপ করতে চান তাহলে প্রথমে বিকাশ অ্যাপস টি ওপেন করতে হবে।
২. ফ্রি সেন্ড মানি’র জন্য ট্যাপ করুন অপশনটিতে ক্লিক করুন।
৩. একটু নিচে আপনি দেখতে পাবেন যোগ করুন নামের একটি অংশ নেয় খানে ক্লিক করে আপনি যে নাম্বার দিতে টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করুন।
৪. এরপর এন্টার বাটনে ক্লিক করুন।
৫. আপনি কত টাকা সেন্ড মানি করতে চান সেটি উল্লেখ করুন।
৬. এরপর আপনি বিকাশের পিন কোড দিয়ে টাকা সেন্ড করুন।
প্রিয় নাম্বারে! চার্জ ফ্রি মাসিক লেনদেনের লিমিট
প্রিয় নাম্বারে আপনি প্রতি মাসে কত টাকা লেনদেন করতে পারবেন আপনি যেন বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারেন এজন্য স্ক্রিনশট শেয়ার করা হয়েছে এখানে দেখে নিতে পারেন।

Bkash Priyo Number – Bkash priyo number set করার নিয়ম
প্রিয় পাঠক আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে বিকাশে প্রিয় নাম্বার সেট আপ করে একদম ফ্রিতে টাকা পাঠাতে হয় যদি আপনি না বোঝাতে কেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের সাথে কানেক্টেড থাকবেন নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ।
Just NowDecember 12, 2021 @ 6:35 am